নান্দাইলে অগ্নিকান্ডে তিন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০

শাহ্ আলম ভূঁইয়া, প্রধান প্রতিবেদক,
নান্দাইল আঞ্চলিক অফিস:

ময়মনসিংহের নান্দাইল ইউনিয়নের রসুলপুর চিলা বাজারে (মুক্ত বাজার) অগ্নিকান্ডে তিন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ৪ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ ব্যাবসায়ীরা হলেন, ফারুক মিয়া( ইলেকট্রনিকের দোকান), মোসলেম উদ্দিন( দর্জির দোকান) এবং আঃ ছাত্তার( ধানের গোডাউন।)

বাজারের পাহাড়াদার একটি দোকান ঘর থেকে ধোয়া বের হতে দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এবিষয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ রুবেল মিয়া জানান, বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

তিনি বলেন, নান্দাইল থেকে ঘটনাস্থল পর্যন্ত রাস্তায় একাধিক স্পিডব্রেকার এবং রাস্তার উপরে অসংখ্য গাছপালা ঝুকে থাকার কারনে ঘটনাস্থলে পৌঁছাতে দেরী হয়েছে। ততক্ষণে স্থানীয় লোকজন এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অগ্নিকান্ডে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্হ ব্যবসায়ীরা।