বিএডিসি’র সহাকারী প্রকৌশলী পদে নিয়োগ বাতিলের দাবিতে ময়মনসিংহে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষা প্রশ্নবিদ্ধ হওয়ার দাবি তুলে নিয়োগ পরীক্ষা বাতিল করে তিনদফা দাবির প্রেক্ষিতে নিয়োগ সম্পন্ন করতে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীবৃন্দ এই সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন ইমরান সিদ্দিকী প্রান্ত। এ সময় তিনি বলেন, বিএডিসি সহাকারী প্রকৌশলী পদে গত বছরের ১ জুলাই নিয়োগ আহবান করা হয় এবং চলতি বছরের ১৭ জানুয়ারী নিয়োগ পরীক্ষা হয়। যার ফলাফল ১১ নভেম্বর প্রকাশ হয়। প্

রকাশিত ফলাফলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের প্রকৌশলীদের মধ্যে কাউকে উত্তীর্ণ করা হয়নি। তারা বলেন, কৃষি সেক্টরে কৃষি প্রকৌশলীদের নিয়োগ না দেওয়ায় এই সেক্টরে কৃষি প্রকৌশলীর দতা ও আন্তরিকতা প্রশ্নাতীত।

তারা কৃষি প্রকৌশলীদের জন্য কমপে দুই তুতীয়াংশ পদ সংরণ, বিএডিসির চাহিদা মাফিক কাজের সাথে সম্পর্ক রেখে প্রশ্নপত্র তৈরী পদ্ধতিকে প্রধান্য দিয়ে প্রশ্ন করা, প্রশ্ন প্রণয়ন ও ভাইভা বোর্ডে সংশ্লিষ্ঠ বিশেষজ্ঞদের সম্পৃক্ত রাখার দাবি করেছেন।

এ সময়ে আঃ রাজ্জাক, নামুস সাকিব, সিহাব সাকিব ঈশান, এএসএম ইউনুস ভুইয়া সাব্বির, সোহেল রানা উপস্থিত ছিলেন।