গফরগাঁও ( ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুবাহি ড্রাম ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে চানঁ মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর সোয়া তিনটার দিকে উপজেলার শিবগঞ্জ এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত চাঁনমিয়ার বাড়ি ফুলবাড়িয়া উপজেলার দাপুনিয়া গ্রামে। গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত চাঁনমিয়াকে দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার করে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্র কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে ভালুকা থেকে পাঁচ জন যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটো রিক্সা গফরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেয়। শিবগঞ্জ এলাকায় পৌছলে বেপরোয়া গতির বালুভর্তি একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সিএনজিটিকে ধাক্কা দেয়। ড্রাম ট্রাকের সাথে ধাক্কা লেগে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। সিএনজি যাত্রী চাঁন মিয়া ঘটনাস্থলেই নিহত হয়।
সিএনজি ড্রাইবারসহ আরো পাঁচ জন আহত হয়। এলাকাবাসী ঘাতক বালুুবাহি ড্রাম ট্রাক ও ড্রাম ট্রাকের ড্রাইভারকে আটক থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। থানা পুলিশ আটক ড্রাইভারের নামসহ এ ঘটনায় তথ্য দিতে লুকোচুরি করছে।
গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।