গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা :
ময়মনসিংহের গফরগাঁওয়ে তিতাস গ্যাসের আগুনে দগ্ধ হয়ে সখিনা খাতুন (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পরিবারের লোকজনের ধারনা খালি বাসায় রান্না ঘরে গ্যাসের চুলা জ¦ালাতে গিয়ে অসাবধানবশত গ্যাসের চুলার পড়ে গিয়ে দগ্ধ হয়ে মারা যান তিনি।
বৃহস্পতিবার (২৬) নভেম্বর বিকালে পৌর শহরের ৮ নং ওয়ার্ডের টিচার্স রোডে ওই বৃদ্ধার ছেলে সিদ্দিক হোসেনের বাসায় এই দুঘর্টনা ঘটে। সখিনা খাতুন মৃত হালিম উদ্দিনের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ছিদ্দিক হোসেন ও তার পনিবারের লোকজন বৃহস্পতিবার দুপুরে বেড়াতে উপজেলার বাগুয়া গ্রামে ছিদ্দিক হোসেনের শুশুর বাড়িতে যায়। বাসায় একাই ছিলেন সখিনা খাতুন। বিকাল ৪ টার দিকে ছিদ্দিক হোসেন ও তার পরিবারের লোকজন বাসায় এসে দেখতে পায় সখিনা খাতুন রান্নাঘরে জ¦লন্ত গ্যাসের চুলার কাছে অগ্নিদগ্ধ হয়ে পড়ে রয়েছে।
আগুনে শরীরের বেশ কিছু অংশ পুড়ে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ছিদ্দিক হোসেনের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসছে।