মো. আবুল কালাম আজাদ :
নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় ‘জয়িতা সম্মাননা পদক-২০২০’ পেয়েছেন রত্নগর্ভা সুফিয়া আক্তার শোভা।
পাঁচ মেয়ে ও এক সন্তানের জননী সুফিয়া আক্তার শোভা পরম মমতায় তাঁর সন্তানদের উচ্চ শিক্ষিত করে সাফল্যেও ছুঁড়ায় পৌঁছে দেয়ার স্বীকৃতিসরূপ ‘জয়িতা সম্মাননা পদক-২০২০’ সম্মানজনক পদকে অভিষিক্ত হয়েছেন।
বুধবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বারহাট্টা উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সুফিয়া আক্তার শোভা‘কে ‘জয়িতা সম্মাননা পদক-২০২০’ প্রদান করা হয়।
বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাশেম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সুফিয়া আক্তার শোভা‘র কনিষ্ঠ সন্তান জেরিন তাসমনিয়া চৈতি শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করে একই কলেজে ইন্টার্ন চিকিৎসক হিসেবে নিজেকে প্রস্তুত করছেন।
একমাত্র পুত্র ফাহিম ফিরোজ আল জামি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে উচ্চতর ডিগ্রী অর্জন করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছে। মেঝো মেয়েদের একজন নরওয়ের রারজেন ইউনিভার্সিটি থেকে সম্প্রতি ফেলোশিপ পেয়ে মেটাবলিক ডিজিজ ও ক্যান্সার নিয়ে গবেষণা কাজ চালিয়ে যাচ্ছেন এবং অন্যজন কানিজ ফাতেমা কুমকুম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী অর্জন করে ব্র্যাকে জেন্ডার ট্রেইনার হিসেবে কর্মরত।
ওপর দুই মেয়েসহ সকলেই উচ্চতর শিায় শিক্ষিত হয়ে স্বাচ্ছন্দে জীবনযাপন করছেন। সুফিয়া আক্তার শোভা ১৯৭৩ সালে আটপাড়ার সুনুই বড়বাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৭৯৫ সালে নেত্রকোনা সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে ১৯৭৬-১৯৭৭ মেয়াদে একবছরব্যাপী নেত্রকোনা পিটিআই থেকে যথাযথ প্রশিক্ষণ ও শিা অর্জন করে নিজেকে ঋদ্ধ করার পাশাপাশি শিশু মনস্তত্ব নিয়েও পড়াশুনা করেছেন।
১৯৭৭ সালে বারহাট্টা উপজেলার বরুহাটি গ্রামের সজ্জন ও শিক্ষিক ব্যক্তিত্ব আব্দুল হাশিম তালুকদারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। জনাব আব্দুল হাশিম তালুকদার বারহাট্টা সি কে পি পাইলট উচ্চ বিদ্যালয়ে দীর্ঘকাল প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে অবসর জীবনযাপন করছেন।
শিশু মনস্তাত্বিক জ্ঞানের অধিকারি সুফিয়া আক্তার শোভা বলেন, আমি সবসময়ই আমার সন্তানদের মানুষ হিসেবে গড়ে তুলবার চেষ্টা করেছি। তিনি আরও বলেন, আমার ছেলে-মেয়েরা আজকে শিতি হয়েছে ভাল অবস্থানে আছে এটি আমি একাই করতে পেরেছি বিষয়টি এমন নয়, এই কৃতিত্বের সমান দাবীদার একইসাথে আমার স্বামীও।