শাহ্ আলম ভূঁইয়া, নান্দাইল আঞ্চলিক অফিস:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী নৌকা প্রতীক নিয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬১৩০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ উসমান গণি ভূইঁয়া (মোটরসাইকেল) ৩৬৮১ ভোট পেয়েছেন। অন্য দুই প্রার্থী স্বতন্ত্র মোঃ ছানাউল্লাহ (আনারস) ১৯৩৮ ভোট ও জাসদের প্রার্থী মোঃ শহীদ উল্লাহ (মশাল) পেয়েছেন ৩৩৭ ভোট।
ইউনিয়নে ১০টি ভোট কেন্দ্রের ৬০ টি ভোট কক্ষে ভোট প্রয়োগ করেন ভোটাররা। ইউনিয়নের ২৭৮৭৯ জন ভোটার এর মধ্যে পুরুষ ভোটার ১৪২৪১ জন ও নারী ভোটার ১৩৬৩৮ জন।
উপ-নির্বাচনের ভোট গ্রহণে প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্য ছাড়াও আনসার সদস্য মোতায়েন ছিল। এছাড়াও ১০টি ভোট কেন্দ্রে ১২ জন নির্বাহি ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। প্রতিটি কেন্দ্র ঘিরে ছিল বিজিবি ও র্যারের উপস্থিতি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফখরুজ্জামান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।