ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : বুধবার বিকেলে ফুলবাড়িয়া উপজেলার সীমান্তবর্তী ময়মনসিংহ সদরের কাতলাসেন ৪০ লাখ টাকা ব্যায়ে ভেকিবিল খাল খনন কাজের উদ্ভোধন করেন ময়মনসিংহ সদর উপজেলা প্রকৌশলী মো: শাহনেওয়াজ।
এ সময় উপ-সহকারী প্রকৌশলী নুরুল আমিন, প্রকল্পের মনির হোসেন, সার্ভেয়ার নজরুল ইসলাম, ভেকি বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আরিফ রাব্বানী, স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক, সমিতির সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন মুক্তাসহ সমিতির সদস্য উপস্থিত ছিলেন।
রাজস্ব বাজেটের আওতায় সেচ অবকাঠামো মেরামত ও কার্যক্রম বাস্তবায়ন প্রকল্প স্থানীয় ভেকিবিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি ভেকিবিলে পৌনে ৪ কিলোমিটার খাল খনন কাজ বাস্তবায়নে অর্থ বরাদ্দ পায়।
সমিতির সভাপতি আরিফ রাব্বানী বলেন,বর্ষা মেীৗসুম এলেই বিলে পানি জমে বিলপাড় এলাকার কৃষকদের শত শত একর জমি পানিতে তলিয়ে যায়। খাল খননের ফলে এসব জমিতে বিল পাড়ের কুষকরা ফসল আবাদে লাভবান হবে।