বিনা‘য় শ্রমিকদের কাজের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর ড.এম এ ওয়াজেদ মিয়া অডিটোরিয়ামে পারমাণবিক ও উন্নত প্রযুক্তির মাধ্যমে উদ্যানতাত্ত্বিক ফসলের গবেষণা ও ব্যাবস্থাপনা কার্যত্রুম জোরদারকরণ কর্মসুচি এর অর্থয়ানে বিনায় কর্মরত শ্রমিকদের গবেষণা কর্যত্রুমের বিভিন্ন দিকে দক্ষতা বৃদ্ধির জন্য গতকাল শনিবার দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিনা’র পরিচালক গবেষণা ড. হোসনেয়ারা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিনা‘র মহা পরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম , বিশেষ অতিথি ছিলেন প্রশিক্ষণ ও পরিকল্পনা পরিচালক ড. মো: জাহাঙ্গীর আলম,পরিচালক প্রশাসন ড.আবুল কালাম আজাদ এবং উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. রফিকুল ইসলাম

 

বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের ব্যবহারিক পদ্ধতি ও ব্যবহারিক কলাকৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বিনার বিজ্ঞানীবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালায় শতাধিক শ্রমিক অংশ গ্রহন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উদ্যানতত্ত্ব বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল হাসান মেহেদী ।
জাহাঙ্গীর কবির জুয়েল