ময়মনসিংহ সদরের মাইজবাড়ী আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পিঠা উৎসব

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১

স্টাফ রিপোর্টার :

ময়মনসিংহ সদরের মাইজবাড়ী আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত।
১৮ জানুয়ারী সোমবার পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল।


মাইজবাড়ী আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম জহিরুল হকের পরিচালনায় পিঠা উৎসবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব কিরীট কুমার দত্ত, পরিদর্শক (বিদ্যালয়) ডঃ মোঃ দিদারুল ইসলাম, জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আজহারুল ইসলাম, পলিটেকনিক্যাল ইনষ্টিটিউটের ভাইস প্রিন্সিপাল, শওকত হোসেন, ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ, গারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি নাজমূল ইসলাম, ময়মনসিংহ কর্মাস কলেজের চেয়ারম্যান, মোঃ আবু সায়েম, অধ্যক্ষ মোঃ এখলাছ উদ্দিন, মাইজবাড়ী কারিগরি কলেজের অধ্যক্ষ আশফাক উদ্দিন, রোটারী ক্লাবের সভাপতি ইমরান ওমর, বেগুনবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ হিল্লোল, সিটি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এটিএম বদরুদুল্লাহ ফরহাদ, উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাজেদা খানম সহ শিক্ষ বোর্ডের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাজবাড়ী আব্দুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক /শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল মাইজবাড়ী আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের নিজস্ব ফলের বাগান পরিদর্শন করেন।


সবশেষে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল মাজবাড়ী আব্দুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম জহিরুল হকের হাতে শিক্ষা বোর্ডের ক্যালেন্ডার তুলে দেন।