নান্দাইল আঞ্চলিক অফিস :
ময়মনসিংহের নান্দাইলে ডিবি’র পরিচয়ে অভিনব কায়দায় ব্যাটারি চালিত এক ইজিবাইক ছিনতাই হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার নান্দাইল পৌর সদরের কাকচর গ্রামের ইজিবাইক চালক ফারুক মিয়াকে উপজেলার সদর বাসস্ট্যান্ড থেকে অজ্ঞাতনামা এক যাত্রী নান্দাইল চৌরাস্তা যাওয়ার কথা বলে ১০০ টাকায় তার ইজিবাইকটি রিজার্ভ করে চৌরাস্তার দিকে গমন করে।
পরে দশালিয়া নামক স্থানে আসার পথে একটি প্রাইভেটকার ফারুকের ইজিবাইকের গতিরোধ করে এবং উক্ত প্রাইভেটকার থেকে আরো অজ্ঞাত ২ জন নেমে ডিবি’র পরিচয় দিয়ে ফারুককে মাদক ব্যবসায়ী বলে তাকে জব্দ করে।
এসময় ফারুক মিয়া অজ্ঞাত ডিবি পরিচয়ধারীকে ইজিবাইকটি তার পরিচিত কারো নিকট হেফাজতে রাখার কথা বললে, অজ্ঞাত ব্যক্তিরা তাকে ধমক দিয়ে বলে, তোর ইজিবাইকটি আমাদের স্টাফ থানায় নিয়ে যাবে, তুই প্রাইভেটকারে উঠ। পরে ফারুককে প্রাইভেটকারে উঠিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী বাজারে গাড়ী থামিয়ে আরো একজন মাদক আসামী ধরবে বলে তাকে নামিয়ে দেয় এবং দ্রুত তাকে ফেলে অজ্ঞাত ডিবি পরিচয়দানকারীরা গাড়ী নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় রবিবার নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ওসি তদন্ত আবুল হাসেম জানান, ঘটনাটি তদন্ত সহকারে ইজিবাইকটি উদ্ধারের চেষ্টা চলছে।