বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :
জ্বাল জন্মসনদ দিয়ে বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে বকশীগঞ্জে বর, কাজীর দুই সহযোগী ও কনের বড় ভাইসহ ৪ জনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার দিবাগত রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা প্রত্যেককে ৬ মাসের কারাদন্ডাদেশ দেন।
জানা যায়, শুক্রবার দিবাগত রাতে বকশীগঞ্জ পৌর শহরের সীমারপাড়া গ্রামে ১২ বছর বয়সী এক কন্যা শিশুর বিয়ের আয়োজন করেন।
বিষয়টি জানতে পেরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন মুন জাহান লিজা সংগীয় পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে জ্বাল জন্মসনদ দিয়ে বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে বর, কাজীর দুই সহযোগীসহ ৪ জনকে আটক করে প্রত্যেককে ৬ মাসের কারাদন্ডাদেশ দেন।
ভ্রাম্যমান আদালতে দন্ডিতরা হলেন, বর রিয়াদ হোসেন(১৮),কাজীর সহযোগি সাইফুল ইসলাম কালাম(৫৫), কাজীর সহযোগী সিহাব উদ্দিন(৪৫) ও কনের বড় ভাই সাজ্জাদ হোসেন(২০)। দন্ডিত সাইফুল ইসলাম কালাম ও সিহাব উদ্দিন বকশীগঞ্জ সদর ইউনিয়নের কাজী খন্দকার নূর ইসলামের সহযোগী।
এব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা জানান, সব কিছু যাছাই বাছাই করেই ৪ জনকে কারাদন্ড দেওয়া হয়েছে।