গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে বেড়েছে মোটর সাইকেল, মোবাইল ফোনের দোকানে ও বাসাবাড়িসহ একাধিক স্থানে চুরির ঘটনা। অপরদিকে চোরের উৎপাত ঠেকাতে উপজেলার সহনাটী ইউনিয়নের পাছার বাজারের ব্যবসায়ীরা রাত জেগে পাহারা দিচ্ছেন। এম্বুলেন্স চুরিরও ঘটনা ঘটে। মিসকলের সূত্রধরে চুরি যাওয়া এ্যাম্বুলেন্স জামালপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গৌরীপুর পৌর শহরের থানার ওয়ালঘেঁষে বাসায় বসবাস করেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দুলাল। গত শনিবার রাতে বাসা থেকে টিভিএস অ্যাপাচি ১৬০ সিসি মোটর সাইকেলটি চুরি হয়েছে। অপরদিকে পৌরসভার কালীপুর মধ্যম তরফ ছয়গন্ডার মোঃ মজিবুর রহমান ও পূর্বদাপুনিয়ার মিথুন মিয়ার বাসা থেকে আরো একটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটে।
সম্প্রতি উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দুলালের ছোট ভাই গৌরীপুর সরকারি কলেজের সাবেক জিএস মাজহারুল ইসলামের টুটুলের মোটর সাইকেলটিও বড় মসজিদ এলাকা থেকে চুরি হয়।
চুরি প্রসঙ্গে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দুলাল জানান, শনিবার রাত সাড়ে ১০টা আমি বাসায় আসি। প্রতিদিনের মতো টিভিএস অ্যাপাচি ১৬০ সিসি কালো রঙের মোটর সাইকেলটি বাসার সিঁড়ির পাশে তালাবদ্ধ করে রাখি। রোববার সকালে ঘুম থেকে উঠে দেখি মোটরসাইকেলটি সেখানে নেই, চুরি হয়ে গেছে।’ এ ঘটনার গৌরীপুর থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।
এ দিকে গৌরীপুর পৌর শহরের পাটবাজার মম টেলিকমে ঘরের টিনের ছাউনি কেটে দু’বার চুরির ঘটনা ঘটে। পৌর শহরের বিভিন্ন বাসাবাড়িতে মোবাইল ও ছিঁচকে চুরির উপদ্রুবও বেড়েছে।
অপরদিকে চোরের অত্যাচারে অতিষ্ট উপজেলার সহনাটী ইউনিয়নের পাছার বাজারের ব্যবসায়ীরা। চুরির হাত থেকে দোকানের মালামাল রক্ষা করতে সেখানে ব্যবসায়ীদের উদ্যোগে টহল বসানো হয়েছে। পাহারাদারদের সঙ্গে পালাক্রমে ব্যবসায়ীও রাত জেগে পাহারা দিচ্ছেন।