ময়মনসিংহে ডিবির হাতে অস্ত্র গুলি ও মাদকসহ গ্রেফতার ৯

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২১

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার হয়েছে। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চুরি মামলার আসামীসহ ৯জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি পাইপগান, ২টি গুলি, ৭শত পিস ইয়াবা, ৩ বোতল ফেন্সিডিল ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।


ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণে ডিবি পুলিশ নিয়মিত অবিযান পরিচালনা করছে। এরই অংশ হিসাবে বৃহস্পতিবার ডিবির এসআই সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ হালুয়াঘাটের নাগলা বাজার থেকে একটি পাইপগান ও ২ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী আল আমিন আলম ওরফে আলমকে গ্রেফতার করে।

এছাড়া হালুয়াঘাট থানার মামলা নং-১৫(৬)২০২০ এর আসামী চিহিৃত ও আলোচিত চোর সুজন মিয়া ও হাবিবুর রহমান রাশেদকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এসআই আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর খাগডহর রহমতপুর থেকে ৫ শত পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম ওরফে সাগরকে গ্রেফতার করে।

এসআই হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ হালুয়াঘাটের আকনপাড়া থেকে একশত পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ বোতল ফেন্সিডিল সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, আঃ আওয়াল বাবুল ওরফে বাবুল ওরফে কিরিঞ্চি বাবুল ওরফে ডিষ্টিকিট বাবুল, শান্ত অভিজিৎ রেমা, মোঃ সোহাগ, মোঃ ইলিয়াছ।

এছাড়া এসআই জাকির হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ গফরগাওয়ের পাগলা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কুকশাইর থেকে একশত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সোহেল ঢালীকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।