গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বুধবার (২৪মার্চ/২০২১) পর্যন্ত কভিড-১৯ পজেটিভের সংখ্যা ৫০জন হয়েছে। অর্থাৎ হাফ সেঞ্চুরী পূর্ণ হলো। এ পর্যন্ত কভিড-১৯’য়ে আক্রান্ত হয়ে প্রধান শিক্ষকসহ ২জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মুহাম্মদ রবিউল ইসলাম।
তিনি জানান, বুধবার পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৫৪৫জন। তাদের মধ্যে বুধবারও একজন পজেটিভ এসেছে। এ নিয়ে পজেটিভ সংখ্যা দাঁড়ালো ৫০জনে। তাদের মধ্যে ২জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরফান আলী ও একজন বৃদ্ধা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বাকী ৪৬জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি আরো জানান, কভিড-১৯ এর ভ্যাকসিন টিকা নিয়েছেন ৪হাজার ১শ ২১জন।
অপরদিকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহার বিষয়ে গৌরীপুরের সহকারী কমিশনার (ভূমি) মো, আবিদুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি শহরের ৮জন পথচারী ও দোকানীকে মাস্ক ব্যবহার না করায় অর্থদন্ড করেন।