বঙ্গবন্ধু নবম জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা ময়মনসিংহে শুরু

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২১

স্টাফ রিপোর্টঅর : বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস ২০২০- এর ভারোত্তোলন প্রতিযোগিতা ৫এপ্রিল/২০২১ সোমবার থেকে ময়মনসিংহ জিমনিসিয়ামে শুরু হয়েছে ।

প্রতিযোগিতায় উদ্বোধনী পর্বে মেয়েদের একটি ইভেন্টে বাংলাদেশ আনসার বাহিনীর মোল্লা সাবিরা সুলতানা প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেন। বাংলাদেশ সেনাবাহিনীর হামিশা পারভীন দ্বিতীয় এবং বাংলাদেশ জেলা পুলিশের মনিকা রায় তৃতীয় স্থান অধিকার করেছেন।

ভারত্তোলন ফেডারেশনএর ব্যবস্থাপনায় এবং ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এ খেলার আয়োজন করেছে । ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ময়মনসিংহ জেলা জিমনিসিয়ামে এ খেলা চলবে।

বাংলাদশ ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ভারউত্তোলন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. কামরুল ইসলাম , বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ এনামুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মযমনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও এডিসি জেনারেল (সার্বিক) মেঃ জাহাঙ্গীর আলম, ামহানগর আওয়ামীলীগ এর সভাপতি এহতেশামুল আলম, নেত্রকোণা জেলা আনসার ভিডিপির কমান্ডেন্ট জিয়াউল হাসান, ময়মনসিংহ জেলা কমান্ডেন্ট মিসেস মুস্তারী ফেরদাউস,জাতীয় কোচ ফারুক আহমেদ কাজল।

ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক কর্ণেল নজরুল ইসলাম জানান, খেলায় ২০ টি ইভেন্টে ১১২ জন পুরুষ ও মহিলা অংশ নিচ্ছেন। প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বর্তমান করোনা পরিস্থিতি স্বাস্থ্য বিধি মেনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বলেও তিনি জানান ।