শাহ্ আলম ভূঁইয়া ,নান্দাইল আঞ্চলিক অফিস :
ময়মনসিংহের নান্দাইলে উফশী আউশধান চাষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৮৪৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
নান্দাইল উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মো.এরশাদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে কৃষি প্রণোদনা বিতরণ উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ আনিসুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাদিয়া ফেরদৌসি সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
নান্দাইল উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৮৪৫ জন কৃষককে ৫ কেজি করে আউশ ধানের বীজ ও ৩০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়।