নকলায় আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো জরুরি সংস্কার প্রয়োজন

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২১

স্টাফ রিপোর্টার :

রক্ষণাবেক্ষন, পরিচর্যা ও সংস্কারের অভাবে শেরপুরের নকলায় গজারিয়া গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোর এখন বেহাল দশা। বর্তমানে প্রায় সবগুলো ঘরই মানুষের বসবাসের অনুপযোগী।

জরাজীর্ণ ঘর, বর্ষায় ঘরে পানি ওঠাসহ নানা সমস্যার মুখে প্রকল্পের ঘর ছেড়ে চলে গেছে আশ্রিতা বেশ কয়েকটি পরিবার। তাদের দাবি দ্রুত পদক্ষেপ না নিলে তাদের পক্ষে আর আশ্রয়ণ প্রকল্পে ফেরা সম্ভব হবেনা।

জানা যায়, ১৯৯৮ সালে উপজেলার গণপদ্দি ডিজিটাল ইউনিয়নের গজারিয়া গ্রামে একটি আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করে সরকার। তখন প্রকল্পের আওতায় ৪০টি ভূমিহীন পরিবার ঘর বরাদ্দ পায়। কিন্তু দীর্ঘদিনেও কোন সংস্কার না হওয়ায় ঘরগুলো বর্তমানে বসবাসের অনুপযোগি হয়ে পড়েছে। ঘরের চাল থেকে বেড়া সবই বর্তমানে জরাজীর্ণ ।

ফলে আশ্রিতাদের অনেকেই চলে গেছে অন্যত্র। তাদের অভিযোগ গত ২০ বছরেও তাদের কোনো খবর নেয়নি সরকার, করেনি আশ্রয়ণ প্রকল্পের কোন সংস্কার।

প্রকল্পের পানি ও স্যানিটেশনের অবস্থাও নাজুক। বর্ষায় সামান্য বৃষ্টিতেই ঘরে পানি জমে। কেউ মারা গেলে লাশ নেওয়ার মত নেই কোন রাস্তা। দু’পায়ের রাস্তা দিয়ে চলাচল করতে হয় আশ্রিতাদের। এজন্য আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো দ্রুত সংস্কার এবং সার্বিক সুযোগসুবিধা সৃষ্টির দাবি আশ্রিতাদের।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, ঘরগুলো সংস্কারের জন্য উর্ধতন কর্তৃপক্ষবক লিখিত আকারে জানানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলে আমরা দ্রুত সংস্কার করব।