ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে মানববন্ধন

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, মে ১৯, ২০২১

ঈশা্রগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা :

ফিলিস্তিনের ভূখন্ডে ইসরাইলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে মুসলিম বিশ্ব, জাতিসংঘ, আরব লীগ এবং ওআইসিকে অবিলম্বে জরুরি বৈঠকে বসে আইনি পদপে নেয়ার আহ্বান জানিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্যাতিত ফিলিস্থিনীদের পে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মে) উপজেলা মুক্তিযোদ্ধা চত্বরে জাগ্রত তাওহিদি জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুফতি সফিউল্লাহ ফুয়াদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মুফতি আহসানুল্লাহ, মুফতি উবায়দুল্লাহ, মারুফ আল মাহমুদ, সাংবাদিক রেজাউল করিম রাজু প্রমূখ।


মানববন্ধনে বক্তারা বলেন, মসজিদুল আকসাসহ ফিলিস্তিনি ভূখন্ডে একের পর এক হামলা করে ইসরায়েল মুসলিমদের বিরুদ্ধে ক্রুসেড ঘোষণা করেছে। বিশ্বের মোড়ল দেশগুলোর ইন্ধন ও প্রশ্রয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল। রোজার মাসে ইফতারের সময় এমনকি ঈদুল ফিতরের দিনেও মসজিদুল আকসায় নামাজরত মুসল্লিদের ওপর বর্বর হামলা চালিয়ে শত শত নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের শহীদ করেছে। মুসলমানদের ওপর এমন উদ্ধত আচরণ মেনে নেয়া যায় না।

বক্তারা আরও বলেন, বিশ্ব যখন করোনা মহামারীতে বিপর্যস্ত ঠিক তখনই ইসরাইল ফিলিস্তিনিদের ওপর একের পর এক বর্বর হামলা চালিয়ে মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেডে নেমেছে। ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় ফিলিস্তিনে আজ মানবিক বিপর্যয় নেমে আসছে। তাদের হামলা থেকে গণমাধ্যম, ধর্মীয় উপাসনালয়, নারী , শিশু, বৃদ্ধ কেউই রা পাচ্ছে না। এটা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ।