নান্দাইল আঞ্চলিক অফিস :
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মে) দুপুরে নান্দাইল নতুন বাজারস্থ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নান্দাইল উপজেলায় কর্মরত ৩০ জন সংবাদকর্মী অংশ নেন।
গত ১৭ মে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় উপজেলার ৪ নং চন্ডীপাশা ইউনিয়নে ভিজিএফ বিতরণ না হওয়া নিয়ে
“আ. লীগ নেতার কারণে ৭০০০ দুস্থের ঈদ মাটি” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
এর প্রেক্ষিতে আয়োজিত সংবাদ সম্মেলনে চন্ডীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবদুল কাদির তার লিখিত বক্তব্যে প্রকাশিত সংবাদটি অসত্য ও উদ্দেশ্য প্রনোদিত
দাবি করে বলেন, ইউনিয়নে দুস্থদের মাঝে ভিজিএফ বিতরণের দায়িত্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের, আওয়ামীলীগ নেতাদের নয়। তিনি বলেন, হীন উদ্দেশ্যে উক্ত পত্রিকায় আওয়ামী লীগকে জড়িয়ে সংবাদটি প্রকাশ করা হয়েছে। তিনি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
উক্ত সংবাদ সম্মেলনে দলীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চন্ডিপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নজরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. মাহমুদুর রহমান মান্না, মো. খায়সারুল আলম ফকির, মো.দেলোয়ার হোসেন, পৌর ছাত্রলীগ সভাপতি মো.শফিকুল ইসলাম সালাম, ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদ দিনার, মাহবুবুল হাছান রয়েল, তৌফিকুল ইসলাম মামুন প্রমূখ।