হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি :
ময়মনসিংহের হালুয়াঘাটে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটক রেখে নির্যাতন ও হেনস্তার প্রতিবাদে দোষী কর্মকর্তা কর্মচারিদের অপসারণ দৃষ্টান্তমূলক শাস্তি, মিথ্যা মামলা প্রত্যাহার নিঃশর্ত মুক্তির দাবিতে হালুয়াঘাট প্রেসকাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপর প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন করেন স্থানীয় সাংবাদিকরা।
এ সময় সাংবাদিকগণ বক্তব্যে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবী জানায়। পাশাপাশি সচিবালয়ে সাংবাদিকে আটক রেখে নির্যাতন ও হেনস্তাকারী দোষী কর্মকর্তা কর্মচারিদের অপসারণ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন, হালুয়াঘাট প্রেসকাবের সভাপতি মোহাম্মদ শাহ্ আলম, সাধারণ সম্পাদক জোটন চন্দ্র ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম মিশু, দপ্তর সম্পাদক সাইদুর রহমান রাজু, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সন্মানিত সদস্য এমএ হামিদ, দুলাল রায়, এমএ মালেক, সাংবাদিক দেওয়ান নাঈম, মনিরুজ্জামান মনির প্রমূখ।