ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে বালিয়া ব্লাড ব্যাংকের উদ্যোগে করোনা মোকাবেলায় জরুরী আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
২১ শে মে শুক্রবার বিকেলে বিশিষ্ট কবি ও সাহিত্যিক জনাব আশরাফ উদ্দিনের সভাপতিত্বে উপজেলার বরইকান্দি কাচারী ঘাট সংলগ্ন কংস নদীর চরে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সম্ভাব্য করণীয় পদক্ষেপ সম্পর্কে জরুরী আলোচনা সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানটির আয়োজন করে ফুলপুরের জনপ্রিয় সেচ্ছাসেবী সংগঠন “বালিয়া ব্লাড ব্যাংক”।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক জনাব আকবর আলী আহসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় প্রসাদ রায়, শিক্ষক নেতা রমজান আলী সরকার, ঢাকা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শাহজাহান কবির সুমন সরকার প্রমুখ।
এছাড়াও আরোও উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন রতন, অমিত দেওয়ান, জহিরুল ইসলাম, ইমন সরকার, রাকিব তালুকদার, আজাদ বেগ, হরমুজ আলী, শ্রী মানিক চন্দ্র দাস, সিহাব সরকার, মোমেন খান, এরশাদ খান, নজরুল ইসলাম, আবুল খান, মির্জা শরিফ বেগ, তানজিদ, সাদিক মোহাম্মদ, আবুল হাসান কবির, আকিকুল ইসলাম সরকার, মাহমুদুল হাসান, মোস্তফা শেখ, আবুল বাসার সহ আরোও অনেকেই।
অনুষ্ঠান শেষে করোনা থেকে বিশ্ববাসীর মুক্তির জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল বাসার।