শাহ্ আলম ভূঁইয়া, নান্দাইল আঞ্চলিক অফিস :
ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাস চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।
শুক্রবার (২৮ মে) সকালে নান্দাইল চৌরাস্তা-আঠারোবাড়ি আঞ্চলিক সড়কের বারইগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে আঠারবাড়ি থেকে যাত্রীবাহী একটি মাইক্রোবাস চৌরাস্তা প্রবেশ করার সময় আঠারবাড়ির দিকে যাওয়া যাত্রীবাহী একটি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।
এতে অটো রিকশাতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। এরমধ্যে ঘটনাস্থলেই মারা যান কিশোরগঞ্জের আব্দুল খালেক (৬০) নামে একজন। অন্য দুইজনকে উদ্ধার করে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে মারা যান নান্দাইল উপজেলার বাঁশহাটি গ্রামের বাবর আলীর ছেলে শাহাবুদ্দিন (৪৫)।
আহত মজিবুর রহমান (৩৫) কেন্দুয়া উপজেলার শিমুলতলা গ্রামের আবুল হাশেমের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর স্থানীয় জনতা মাইক্রোবাসের চালক শরিফুলকে আটক করে থানায় সোপর্দ করেন।
নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, মাইক্রোবাস চালক এখন পুলিশ হেফাজতে আছে। মৃতদেহ উদ্ধার করা হযেছে।