নকলায় নিরাপদ মাতৃত্ব দিবসে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, মে ২৮, ২০২১

জাহাঙ্গীর হোসেন নকলা :

“করোনাকালে গর্ভকালীন সেবা নিন, মাতৃ ও শিশু মৃত্যু রোধ করুন’’ এ প্রতিপ্রাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ মে শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ওই র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদণি শেষে একই স্থানে এসে শেষ হয়।র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় ডা: মো. নাজমুস সাকিব, ডা: মো. ওয়াদুদ প্রমুখ বক্তব্য রাখেন।

ওই সময় ডা: মালিহা নুজাত, ডা: তানজিনা মাহবুব, উপসহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার মো. মানিক মিয়া, মো. চাঁন মাহমুদ, মো. ফরহাদ কবীর, স্যানিট্যারি ইন্সপেক্টর হাসান ফেরদৌস, মেডিক্যাল টেকনোলোজিষ্ট মো. আবু কাউছার বিদ্যুৎসহ স্বাস্থ্য কমপেক্সের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।