কেন্দুয়া ( নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার কেন্দুয়ায় ঝড়ে বিধ্বস্ত হয়ে পড়েছে গড়াডোবা ইউনিয়নের ভরাপাড়া কামিল মাদ্রাসার টিনসেড ভবন। গত ২৬ মে সন্ধ্যায় ঘূর্ণি ঝড় ইয়াসের প্রভাবে এই ভবনটি ধসে পড়ে।
ভরাপাড়া কামিল মাদ্রাসার অধক্ষ মাঃ আবু সাদেক জানান, মাদ্রাসায় ছাত্র/ছাত্রীদের জায়গা সংকুলন না হয় কয়েকবছর আগে ২০ ফুট প্রস্ত ও ৮৫ ফুট দৈর্ঘ্যের টিনসেডের এই ভবন নির্মাণ করা হয়।
গত ২৬ মে সন্ধ্যায় ঘূর্ণি ঝড় ইয়াসের প্রভাবে এই ভবনটি মাটিতে ধসে পড়ে। মাদ্রাসার শ্রেণি কক্ষ পাঠদানের উপযোগী করতে বলা হচ্ছে। যদি খুব শ্রিঘ্রই প্রতিষ্ঠা খোলার ঘোষণা দেয় সরকার তাহলে চরম বিপাকে পড়ে যাব। কারণ মাদ্রাসার নিজেস্ব কোন ফান্ড নেই তাই জরুরী বিত্তিতে ভবনটি সংস্কারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
কেন্দুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ঝড়ে ভরাপাড়া মাদ্রাসার ভবন ধসে পড়ার বিষয়টি শুনেছি। এব্যাপার আবেদন সাপেক্ষ খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।