স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে প্রশাাসনের অনুমতি না নিয়ে গোপনে সমাবেশকালে পুলিশের সাথে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে কোতোয়ালী মডেল থানার ওসি তদন্তসহ ১০ পুলিশ আহত হয়েছে।
পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ও রাবার বুলেট নিপে করে। এ সময় ৮ চাত্রদল নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নগরীর দণি চর কালিবাড়ি মাদরাসায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
কোতোয়ালী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলাউদ্দিন জানান, পুলিশের অনুমতি না নিয়ে ছাত্রদল নেতাকর্মীরা মহানগরীর দণি চরকালিবাড়ি মাদ্রাসায় সমাবেশ করে। খবর পেয়ে পুলিশ বাধা দিতে গেলে ছাত্রদল নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও পেয়ে ইটপাটকেল ছুড়ে। তাদেরকে প্রতিহত এবং ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিপে করে।
এ সময় কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত ফারুক হোসেন, ওয়াজেদ আলী, চাঁদ মিয়া, এসআই নিরূপম নাগ, মিনহাজ উদ্দিনসহ কমপে ১০ জন আহত হন। ঘটনাস্থল থেকে ৮ নেতাকর্মীকে আটক করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, এ ঘটনায় ২৭ টিয়ারসেল ও রাবার বুলেট ছোড়া হয়েছে। পুলিশ মাঠে থাকায় আটকৃতদের নাম জানা সম্ভব হয়নি।
এদিকে জেলা ছাত্রদল কয়েকজন নেতাকর্মী দাবী করেন পুলিশের হামলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ আমাদের ২৫/৩০ জন আহত হয়েছেন।