বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে বিভাগের বালক দলে শেরপুর বালিকা দলে ময়মনসিংহ জেলা সেরা
ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে ভালো খেলোয়ার তৈরী হবে-গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় মানুষের অধিকার আদায়ে লড়াই সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন খেলা প্রিয় মানুষ।
প্রতিমন্ত্রী আরো বলেন, এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে ভালো খেলোয়ার তৈরী হবে এবং তারা আগামীদিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যাায়ে খেলায় অংশ গ্রহণ করতে পারবে। স্ব-স্ব অবস্থান থেকে শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখি সমৃদ্ধ সোনার বাংলা গড়তে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ঘাত প্রতিঘাত মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। করোনা কালে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি এবং মুখে মাস্ক পরিধান করি।
গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে ময়মনসিংহে রফিক উদ্দিন ভ’ইয়া স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ( অনুর্ধ-১৭) এর ফাইনাল খেলার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস এর সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি মেয়র মো: ইকরামুল হক টিটু, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ প্রমুখ।
এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার এস.এ.এম. রফিকুন্নবী, ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, শেরপুর জেলা প্রশাসক মো: মোমিনুর রশীদ, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: জাহাঙ্গীর আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলমসহজেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ক্রিড়া পরিষদের সদস্যবৃন্দ সহ ক্রিড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রিড়া অফিসার মো: আব্দুল বারী।
ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় এবং বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত ফাইনাল খেলায় বালক দল শেরপুর জেলা ময়মনসিংহ জেলাকে ১-০ গোলে পরাজিত করে জয়লাভ করে। অপর দিকে বালিকা দল ময়মনসিংহ জেলা শেরপুর জেলাকে ৪-০ গোলে পরাজিত করে জয়লাভ করে।