ঈশ্বরগঞ্জে বিনামূল্যে বীজ সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জুন ৩০, ২০২১

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)সংবাদদাতা :
ঈশ্বরগঞ্জে মৌসুমী রোপা আমন হাইব্রিড ও উফশী জাতের বীজ ও সার ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, সম্প্রসারণ কর্মকর্তা টিটুন বিশ্বাস, ফারজানা আজাদ সুমি প্রমুখ।

কৃষি অফিস সুত্রে জানা যায় এ বছর ২শ ১০ জন কৃষকের মাঝে ২ কেজি করে রোপা আমান ধানের হাইব্রিড বীজ ও ২০ কেজি করে সার এবং ৪শ ২০ কৃষকের মাঝে উফশী জাতের ৫ কেজি করে ধানের বীজ ও ১০ কেজি করে সার প্রদান করা হবে।