স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনায় ২জন এবং উপসর্গ নিয়ে আরো ৭জনসহ ৯ জন মারা গেছেন। এই সময়ে নতুন ভর্তি ৪৩জন সহ ২৬০ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে আইসিইউ ২০ জন চিকিৎসাধীন রয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে ১৪৭ জন এবং সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১৩ জন।
গত ২৪ ঘন্টায় এলাচি খাতুন ৭০ বছর, গফরগাঁও এবং আফাজ উদ্দিন, ৬৫ বছর, পাগলা, ময়মনসিংহ কোভিড পজিটিভ রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এছাড়া কোভিড উপসর্গ নিয়ে আরো সাতজন মারা গেছে। তারা হলো, সিদ্দিকুর রহমান (৬৫) আটপাড়া, নেত্রকোনা। মোঃ ইকবাল হোসেইন (৪৫) গফরগাঁও, ময়মনসিংহ। আম্বিয়া( ৫৭) ইসলামপুর, জামালপুর। আমেনা খাতুন (৬০) কলমাকান্দা, নেত্রকোনা। রোখসানা (৩৫), ফুলপুর, ময়মনসিংহ । মোমেনা (৬৫) মেলান্দহ, জামালপুর ও নিয়ামুল কবির (২৬) ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন (কোভিড) ও কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ মোঃ মহিউদ্দিন খান, এমবিবিএস, বিসিএস, এফসিপিএস তথ্য নিশ্চিত করেছেন।