ঈশ্বরগঞ্জে করোনায় ২জনের মৃত্যু

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২১

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবসরপ্রাপ্ত সহকারী মৎস্য কর্মকর্তা শ্রী শরদিন্দু কুমার চক্রবর্তী হাবুল (৭১) করোনায় আক্রান্ত হয়ে ও শেখ নেয়ামুল কবীর (২৭) করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, এ পর্যন্ত উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ জন। এ পর্যন্ত উপজেলায় মোট আক্রান্ত হয়েছেন ২৬০ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে ২৮ জন।

জানা যায়, গত ২৩ জুন উপজেলার পৌর এলাকা কালীবাড়ির শ্রী শরদিন্দু কুমার চক্রবর্তী হাবুল শারীরিক অসুস্থতার কারণে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে ভর্তি করা হয়। শনিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার প্রস্তুতির সময় তাঁর মৃত্যু হয়।

অপরদিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের নারানাটিয়া গ্রামের শেখ সালাউদ্দিন মাষ্টারের একমাত্র ছেলে শেখ নেয়ামুল কবীর(২৭) করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে শুক্রবার রাত ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।