স্টাফ রিপোর্টার : বিচারের নামে প্রহসনে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহের বীর উত্তমকে ১৯৭৬ সালের ২১ জুলাই ফাঁসিতে ঝুলিয়ে হত্যার ৪৪তম বার্ষিকীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ময়মনসিংহ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
২১ জুলাই/২০ মঙ্গলবার ময়মনসিংহ নগরীর আঠারবাড়ী বিল্ডিংয়ের জেলা জাসদ কার্যালয়ে ময়মনসিংহ জেলা ও মহানগর জাসদের উদ্যোগে কর্নেল আবু তাহের এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জাসদ নেতৃবৃন্দ।
জেলা জাসদ সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট সাদিক হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাসদ যুগ্ন সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম চুন্নু, এডভোটে শিব্বির আহমেদ লিটন, পারভেজ শাহনেওয়াজ লিটন, এডভোকেট খন্দকার ওয়াহেদুজ্জামান, শামসুল আলম খান, মোঃ আন্নেছ আলী প্রমুখ।