শ্রীবরদী, শেরপুর প্রতিনিধি :
“এসেছে পল্লীর শুভ দিন বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” প্রতিপাদ্যাকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে বিআরবিডিবি’র উদ্যোগে ঋণ বিতরণ উৎসব শুরু হয়েছে।
সোমবার দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) শ্রীবরদী’র আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এসময় বিআরডিবি’র বিভিন্ন পর্যায়ের সমিতির সদস্যদের মধ্যে ২ জন মৎস্য চাষী ও ১ জন ফার্ণিচার ব্যবসায়ীর প্রত্যেকের মাঝে ১ লক্ষ টাকা করে প্রণোদনার ঋণের চেক তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, শেরপুর বিআরডিবি’র উপ-পরিচালক মুহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আহম্মদ আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ আবু সাইদ প্রমুখ।
পর্যায়ক্রমে বোরং তৈরি, গাভীপালন, মুদি দোকানী, কাপড় ব্যবসায়ী ও মেশিনারী যন্ত্রাংশ ব্যবসায়ীর (মোট-১৬জন) মাঝে ১৭ লক্ষ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হবে। উল্লেখ্য যে, কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের জন্য প্রধানমন্ত্রী সারাদেশে বিআরডিবিতে ৩০০ কোটি টাকা বরাদ্দ দেয়। বিআরডিবি শ্রীবরদী প্রথম পর্যায়ে ১৭ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ পায়।