নালিতাবাড়ীতে শিশুর শরীরে ভুল টিকা দেওয়ার অভিযোগ

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২১

এম উজ্জ্বল, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের স্বাস্থ্য সহকারী সুইটি আক্তারের বিরুদ্ধে ৫ মাসের শিশুর সন্তানের শরীরে ভুল টিকা প্রদানের অভিযোগ উঠেছে। গত রবিবার (১৯ সেপ্টেম্বর) শিশুটির পিতা সফিকুল ইসলাম জেলা সিভিল সার্জন এর নিকট লিখিত অভিযোগ করেন।

 

লিখিত অভিযোগ পত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নে টিকাদান কেন্দ্রে গত ২রা আগষ্ট সর্বশেষ উপজেলার বাথুযয়ারকান্দা গ্রামের দরিদ্র রিক্সা চালক সফিকুল ইসলামের শিশু সন্তান তাজনিয়ান হোসেন সানি (৫মাস) আইভিপি ৩য় বার টিকা প্রদান করে স্বাস্থ্য সহাকারী সুইটি আক্তার। টিকাটি ডান পায়ের হাটুঁর উপড়ের অংশের মাংসে সঠিক ভাবে প্রয়োগ না করায় কয়েকদিন পর শিশুটির টিকা প্রয়োগ স্থানে একটি ফোসকা দেখা দেয় এবং লাল বর্ন ধারন করে ফুলে উঠে।

বিষয়টির ব্যাপারে পরিবার হতে স্বাস্থ্য সহকারী সুইটির নিকট জানাতে গেলে সে শিশুটিকে দেখে বলে কোন কিছুই হবে না এবং কিছু দিনের মধ্যেই সেরে যাবে। কিছুদিনপর শিশুটির উক্ত স্থানে অসহ্য যন্ত্রনা ও ফোলা দেখা দেওয়ায় শিশুটি অতিরিক্ত কান্নাকাটি শুরু করে। এরপর আবারো স্বাস্থ্য সহকারী সুইটি আক্তারকে জানাতে গেলে সে শিশুটিকে আর দেখিনি এবং কোন পরামর্শও প্রদান করেনি বলে জানান শিশুর পিতা সফিকুল। এমতাবস্থায় ১৩ সেপ্টেম্বর শেরপুর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করে শিশুটির চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে শিশুটির মা-বাবা।

 

এব্যপারে অভিযুক্ত স্বাস্থ্য সহকারী সুইটি আক্তার বলেন, আমি ঠিক ভাবেই টিকা দিয়েছি শিশু অসুস্থ হয়েছে অন্য কারনে।
শেরপুর জেলা সিভিল সার্জন ডাঃ একে এম আনোয়ার রউফ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা: তৌফিক আহমেদ বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।