গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা :
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনে পাথর ছুড়ে মারার ঘটনায় একজন আহত হয়েছেন।
গফরগাঁও স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহত আনোয়ার হোসেন (৫৬) জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া এলাকার বাসিন্দা। তিনি সরিষাবাড়ি ‘আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের হিসাবরক্ষক ।
গফরগাঁও জিআরপির উপ-পরিদর্শক শাহাদাত হোসেন বলেন, ঢাকা থেকে জামালপুরগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের আউটার সিগনাল এলাকায় ধীরগতিতে আসার সময় বাইরে থেকে কেউ পাথর নিক্ষেপ করে।
পাথরটি ট্রেনের যাত্রী আনোয়ার হোসেনের কপালে লাগলে কপাল কেটে যায়। পরে আনোয়ারকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মামুন রহমান বলেন, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাটি আমরা খোঁজখবর নিয়ে জানতে পারছি। তবে এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি।