নান্দাইলে জাতীয় যুব দিবস পালিত

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২১

শাহ্ আলম ভূঁইয়া, নান্দাইল আঞ্চলিক অফিস :

“দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২১ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা,সনদপত্র , ক্রেস্ট ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরমেয়র মো.রফিক উদ্দীন ভূঁইয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা মলয়কান্তি মোদক, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দীন, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার রোকন উদ্দীন আহম্মদ প্রমুখ।

আলোচনা সভা শেষে ৩৮জন যুব আত্নকর্মী ও উদ্যোগক্তার মাঝে ক্রেস্ট ও সনদপত্র,১৪ জন আত্নকর্মীর মাঝে ১০ লাখ টাকার চেক বিতরণ, পরিবার ভিত্তিক ২১ জনকে ২০ হাজার করে ৪ লাখ ২০ হাজার টাকা ঋণ প্রদান, পোশাক তৈরি ও গরু মোটাতাজাকরণ বিষয়ক দুটি ব্যাচের ৬০ জনকে সনদপত্র সহ যাতায়াত ভাতা বাবদ ৬শ টাকা হারে ৩৬ হাজার ট্কা বিতরণ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৩ জনকে বই, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।