ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা :
“বৈচিত্র্যের মাঝে ঐক্যের চেতনা ধারণ করি, গনতান্ত্রিক-মানবিক বাংলাদেশ গড়ি” এই শ্লোগানে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সুশাসনের জন্য নাগরিক সুজনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনের শৈলী কিন্ডার গার্টেনে জাতীয় সংগীত, কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
উপজেলা সুজনের সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি রতন ভৌমিক, ঈশ্বরগঞ্জ সুজন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি নীককন্ঠ আইচ মজুমদার, সুজন সদস্য ও শৈলী কিন্ডার গার্টেনের পরিচালক অলক ঘোষ ছোটন, শৈশব বিদ্যানিকেতনের পরিচালক মুনসুর আহমেদ, সুজন সদস্য মোশাররফ হোসেন শাহিন, হাবিবুর রহমান শাহিন, সাহিনারা বেগম, আনোয়ারুল হক খোকা প্রমূখ।
আলোচনা সভায় উপজেলা সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদার বলেন, অসাম্প্রদায়িক ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সুশাসনের জন্য নাগরিক সুজন সারাদেশের ন্যায় ঈশ্বরগঞ্জেও সাধারণ মানুষকে সচেতন করে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আর দুর্নীতি দুর্বৃত্তায়ন রোধে সুজন জনগণের পাশে থাকবে। মানুষের অধিকার আদায়ে জনগণকে সচেতন করাই সুজনের মূল লক্ষ্য।