ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা :
নানা আযোজনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ঈশ্বরগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। বুধবার রাতে আতশবাজির মাধ্যমে এ আয়োজনের সূচনা হয়।
বৃহস্পতিবার সকালে পতাকা উত্তোলনের পর বীরমুক্তিযোদ্ধা প্রশাসন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয় র্যালি শেষে থানা চত্বরে শহীদদের কবর জিয়ারত করা হয়।
দুপুরে মিলাদ মাহফিল আলোচনা সভা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া, প্রেসক্লাব সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, যুবলীগ সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূইয়া সুমন, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও ছাত্রছাত্রী।