শাহ্ আলম ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক, নান্দাইল :
ময়মনসিংহের নান্দাইলে রাশেদা-কাদের স্মৃতি ফাউন্ডেশন ও পাঠাগারের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে দুইশত নারী পুরুষ চিকিৎসা সেবা পেয়েছে।
মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুক্রবার (১৭ ডিসেম্বর) দিনব্যাপী ময়মনসিংহের চরপাড়াস্থ ইসলাম ডায়াগনোস্টিক সেন্টারের সৌজন্যে এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
এতে অধ্যক্ষ ডা. এ কে এম সিদ্দিকুর রহমান মেডিসিন, ডায়াবেটিস ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দেন।
নান্দাইল উপজেলার শেরপুর গ্রামে স্থাপিত রাশেদা-কাদের স্মৃতি ফাউন্ডেশন ও পাঠাগারের নিজস্ব ভবনে মেডিকেল চেকআপ,
ইসিজি, ডায়াবেটিস টেস্ট, ব্লাড প্রেশার ও ব্লাড গ্রুপ সেবাসমূহ বিনামূল্যে পান এলাকাবাসী।
গ্রামে বসে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে অনেক খুশি শেরপুর গ্রামের সাহারা খাতুন ( ৪০)। চিকিৎসা সেবা নিতে আসা একই গ্রামের হাফিজ উদ্দিন (৮৫) বলেন, এমন মহৎ কাজের তুলনা নেই। এতে আমাদের অনেক সুবিধা হয়েছে।
রাশেদা-কাদের স্মৃতি ফাউন্ডেশন ও পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ও কথা সাহিত্যিক সুফিয়া বেগম বলেন, আমার বাবা – মায়ের নামে এ সংগঠনগুলো করা হয়েছে। মানুষের কল্যাণে সকল কার্যক্রম পরিচালিত হবে। ফ্রি মেডিক্যাল ক্যাম্প এরই ধারাবাহিকতার অংশ।