সুশাসনের স্বচ্ছতা ও দায়বদ্ধতায় নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

 ময়মনসিংহে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এর উদ্যোগে

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২১

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এর উদ্যোগে সুশাসনের স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধির জন্য নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা ৪ সেপ্টেম্বর শনিবার ময়মনসিংহ নগরীর আসপাডা ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হয়।

এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এর প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অবঃ) এম হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুল আমিন কালাম, ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ড এর কাউন্সিলর মোঃ মনোয়ার হোসেন, আসপাডা ট্রেনিং একাডেমির নির্বাহী পরিচালক আলহাজ্ব আবদুর রশিদ।
প্রকল্প পরিচিতি প্রজেক্টটরের মাধ্যমে তুলে ধরেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এর ডেপুটি ডিরেক্টর আশীষ বণিক। বিইআই) এর ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক হিসেবে ছিলেন তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার ফারুক আহমেদ।

উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সুশীল সমাজ এবং গণমাধ্যমকর্মীগণ।

উল্লেখ্য বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)এর সচেতনতা বৃদ্ধিমুলক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশের ৬ টি বিভাগ ময়মনসিংহ, খুলনা, চট্রগ্রাম, ঢাকা, রাজশাহী ও সিলেট এর নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের নিয়ে সুশাসন শক্তিশালীকরণের লক্ষ্যে ‘শাসন ব্যবস্থার স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধির জন্য নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধিকরণ’ শীর্ষক একটি জনসচেতনতামুলক প্রকল্প বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করেছে।

এর মুল উদ্দেশ্য হচ্ছে সুশাসন ও আইনের শাসন শক্তিশালীকরণের লক্ষ্যে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধির জন্য নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে তাদের দায়িত্ব ও কর্তৃব্য সর্ম্পকে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি করা। এলক্ষ্যে তথ্য অধিকার আইন, জাতীয় শ্রদ্ধাচার কৌশল, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অন্যান্য বিষয়গওলো নিয়ে আলোচনা ও গভেষণা কাজ পরিচালনা করা হয়।