স্টাফ রিপোর্টার:“সুস্থ দৃষ্টি-প্রত্যাশিত জীবন” এ শ্লোগানকে প্রতিপাদ্য করে, ৮ অক্টেবর সারাবিশে^র সাথে বাংলাদেশেও পালিত হয় বিশ^ দৃষ্টি দিবস-২০২০।
প্রতি বছরের ন্যায় এ বছরও ডাঃ কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল বিশ^ দৃষ্টি দিবস উদযাপন করে। এ বছর দৃষ্টি দিবসে উল্লেখযোগ্য ছিল, ফুলবাড়ীয়া উপজেলার চক্ষু রোগীদেরকে স্বল্প/বিনা খরচে উন্নত মানের চক্ষু চিকিৎসা সেবা প্রদানের নিমিত্তে একটি প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র- ভিশন সেন্টার উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ীয়া উপজেলার পৌর মেয়র মোঃ গোলাম কিবরিয়া ও উপজেলা আওয়ামীলীগ এর তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, ফুলবাড়ীয়া কমিউনিটি পুলিশ এর সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম।
আরো উপস্থিত ছিলেন, ডাঃ কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের চিফ কনসালটেন্ট জনাব ডাঃ সাইফুল ইসলাম ভূঁইয়া ও উক্ত হাসপাতালের কো-অর্ডিনেটর জনাব শরীফুজ্জামান পরাগ। উপস্থিত ছিলেন Good People International এবং KOICA (Korea International Corporation Agency) এর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর জনাব মোঃ ফেরদৌস ও মিনহাজ আহমেদ।
ভিশন সেন্টারটি স্থাপনে সহযোগিতা করেন Good People International এবং KOICA। পরিচালনায়, ডাঃ কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল, ময়মনসিংহ। উপজেলা দরিদ্র ও আপামর জনসাধারণকে নিরবিচ্ছিন্নভাবে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালনায় সহযোগিতার হাত প্রসারিত করায় আন্তর্জাতিক সহযোগী সংগঠন Good People International এবং KOICA- কে আন্তরিক ধন্যবাদ জানান স্থানীয় কর্তৃপক্ষ।