শাহ্ আলম ভূঁইয়া, প্রধান প্রতিবেদক, নান্দাইল আঞ্চলিক অফিস:
মাদকের আসামী ধরতে একজন এএসআইয়ের নেতৃত্বে চার পুলিশ গিয়ে ছিল ময়মনসিংহের নান্দাইল পৌরসভার পাঁচপাড়া মহল্লায়। সেখানে ঘটনাস্থল থেকে ফিরে এএসআই দিলিপ কুমার দেখেন মহাসড়কের পাশে রেখে যাওয়া তার মোটরসাইকেলটি নিয়ে যাচ্ছে চোর।
সোমবার ( ০২ নভেম্বর) কিশোরগঞ্জ- ময়মনসিংহ মহাসড়কের পাশে নান্দাইল উপজেলার পাঁচপাড়া মহল্লায় এ ঘটনাটি ঘটেছে।
আটকৃত চোরের নাম ফজলুর রহমান (৪০)। তার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার গৌরীপুর গ্রামে। তার বাবার নাম আব্দুর রহিম।
এএসআই দিলিপ কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকে চারজন থানা থেকে বের হন মোটরবাইকযোগে। অভিযানের শেষ মুহূর্তে পুলিশ দেখতে পান
অদূরে রাখা তার মোটরবাইকটি এক ব্যক্তি হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। পরে তিনি আরেকটি মোটরসাইকেল যোগে হাতে নাতে চোরসহ মোটরসাইকেলটি আটক করেন।
ধস্তাধস্তির একপর্যায়ে লোকজন ছুটে এসে চোরকে পিটুনি দেয়। সেখান থেকে আহত চোরকে পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।