স্টাফ রিপোর্টার : বিভাগীয় শহর ময়মনসিংহে মঙ্গলবার শোক র্যালী, কালো ব্যাজ ধারন এবং জাতীয় ও কালো পাতাকা উত্তোলন, শহীদ সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বেদনা বিদুর ৩রা নভেম্বর জেলা হত্যা দিবস পালন করা হয়েছে।
ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উদ্যোগে ৩রা নভেম্বর জেল হত্যা দিবসে মঙ্গলবার সকালে শোক র্যালী বের করা হয়।
র্যালীটি নগরীর গুরুত্বপূণ সড়ক প্রদনি করে বিভাগীয় নগরীর কলেজ রোডস্থ স্বাধীন বাংলাদেশের প্রথম বিপ্লবী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের বাস ভবনে শহীদ সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
পরে সেখানে এক আলোচনা সভায় জলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ন সাধারন সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, এম এ কুদ্দুস,,হোসাইন জাহাঙ্গীর বাবু, শাহ শওকত ওসমান লিটন, এডভোকেট ইমদাদুল হক সেলিম প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতিতে জেলা প্রশাসক মিজানুর রহমান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষক এবং মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্যরা পুষ্পার্ঘ অর্পণ করেন।