ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলপুরে শুক্রবার সকালে বিদ্যুৎপৃষ্টে কাওসার (১৩) নামে এক পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে।
সে উপজেলার পুড়াপুটিয়া গ্রামের এমদাদুল হকের পুত্র ও পুড়াপুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। বাড়ি সংলগ্ন বাঁশঝাড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
ফুলপুর হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান ডাঃ এম এ মোতালিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।