মসিক এলাকার কবরস্থান সমূহের বিভিন্ন কাজে নিয়োজিদের অংশ গ্রহণে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার কবরস্থান সমূহের খাদেম, কেয়ারটেকার ও কবরখোদাই কাজে নিয়োজিদের অংশ গ্রহণে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৯ নভেম্বর) সকালে সিটি কর্পোরেশনের শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসেন।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, সমাজ কল্যাণ কর্মকর্তা উম্মে হালিমা, মো: এমদাদুল হক, হাফেজ আব্দুল মালেক, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, হাফেজ মাওলানা লিটন মিয়া, মো: রুবেল, হাফেজ সিদ্দিকুর রহমান, আশরাফুল ইসলাম প্রমুখ।

সিটি কর্পোরেশন আয়োজিত কর্মশালায় সিটি কর্পোরেশন এলাকার কবরস্থান সমূহের খাদেম, কেয়ারটেকার ও কবরখোদাই কাজে কর্মরত ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসেন কর্মশালায় অংশ গ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, নব গঠিত সিটি কর্পোরেশনের সীমাবদ্ধতার মাধ্যমে পর্যায়ক্রমে সকল কবরস্থানের বিভিন্ন সমস্যা নিরসন সহ উন্নয়ন কাজ করা হবে।

তিনি আরো বলেন, লাশ দাফনের আগে মৃত ব্যাক্তির তথ্যাদিসহ নিয়তি রেজিস্টার মেনটেইন করবেন। পাশাপাশি আচার আচরনেও সংযত থাকবেন। কর্মশালা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।