গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুর উপজেলার গঙ্গাশ্রম ব্রিজের নিচ থেকে উদ্ধার হওয়া যুবতী (৩০) এর লাশ সোমবার রাতে গৌরীপুর পৌর গোরস্থানে পুলিশের ব্যবস্থাপনায় ও পৌরসভার সহযোগিতায় দাফন করা হয়েছে।
হত্যাকান্ডের ঘটনায় ওইদিন রাতে রামগোপালপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সুমন রাজভর বাদী হয়ে গৌরীপুর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, গঙ্গাশ্রম খালের ব্রিজের নিচ থেকে লাল-খয়েরী লাগেজের ভিতরে হাড্ডিসার-রোগাক্রান্ত এক যুবতীর লাশ সোমবার সকালে উদ্ধার করা হয়।
মামলার বাদী বিশ্বনাথপুর গ্রামের মৃত রাজ কুমার রাজভরের পুত্র সুমন রাজভর জানান, অজ্ঞাতনামা মহিলার বয়স প্রায় ৩৫বছর। মহিলার গলায় হাতের আঙ্গুলে কলো কালচে দাগ আছে, তার হাত-পা ভাঁজ করা অবস্থায় ছিলো।
অজ্ঞাতনামা স্থানে পূর্বপরিকল্পিতভাবে শ্বাসরোধ করিয়া হত্যা করে দুর্বৃত্ত্বরা লাশ গুম করার জন্য বস্তার ভিতরে ভরিয়া লাল-খয়েরী লাগেজের ভিতরে ঢুকাইয়া গঙ্গাশ্রম জোড়ব্রিজের নিচে ফেলে রেখে যায়। মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ সামছুল ইসলাম জানান, ময়না তদন্ত শেষে মরদেহ পৌর গোরস্থানে দাফন করা হয়েছে। লাশের সঙ্গে পাওয়া ইংরেজিতে লেখা এমবিএস ইটের ইটভাটার সন্ধান করা হচ্ছে।
অপরদিকে অপরাধীদের সনাক্ত ও লাশের পরিচয় জানার জন্য গোয়েন্দা পুলিশ সিআইডি ক্রাইমসিন টিমের সংগৃহিত আলামত ঢাকা হেড কোয়াটারে পাঠানো হয়েছে। সিআইডির সাবইন্সপেক্টর তাপস কুমার দেবনাথ জানান, দ্রুত সময়ের মধ্যে হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও লাশের পরিচয় সনাক্ত করার কার্যক্রম চলছে।