মজিবুর রহমান, কেন্দুয়া(নেত্রকোণা) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী “মুজিব শতবর্ষে” “বাংলাদেশে একজন মানুষ গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রী এ নিদের্শনা বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের ন্যায় কেন্দুয়া উপজেলা প্রশাসন ভূমিহীন ও গৃহহীন ১০৫ পরিবারকে পূর্ণবাসনের প্রকল্প গ্রহণ করেছে।
শনিবার উপজেলার সান্দিকোণা গ্রামে ওই প্রকল্পের নির্মাণ কার্যক্রম উদ্বোধন করলে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো.মঈন উদ্দিন খন্দকার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.খবিরুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইঁয়া,সাধারণ সম্পাদক মেয়র আসাদুল হক ভূইঁয়া,অবসর প্রাপ্ত প্রবীন শিক্ষক আব্দুর রাশিদ ভূইঁয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান মৃধা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,প্রচার সম্পাদক দীপক ব্যানার্জী,সুলতান আহমেদ,সান্দিকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজলসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।