গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে ধর্ষণ, অতঃপর সন্তান জন্ম নেয়ার অভিযোগে ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামের মোঃ দামেশ আলীর পুত্র মোজাম্মেল হককে শনিবার (৫ ডিসেম্বর/২০২০) গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, আটকে রেখে বিয়ের প্রলোভনে ছয় মাস ধর্ষণের অভিযোগ ও সন্তান জন্মদানের ঘটনায় চলতি বছরের ৮জুন থানায় মামলা হয়। এ ঘটনায় তাকে শুক্রবার ময়মনসিংহের সুতিয়াখালী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ভিকটিম জানায়, উপজেলার ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামের মোঃ দামেশ আলীর পুত্র মোজাম্মেল হক ২০১৮সালের ১৫ নভেম্বর ধর্ষণ করে। এরপরে জোরপূর্বক একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়। এ ঘটনায় তিনি অন্ত:স্বত্ত্বা হয়ে পড়েন।
এরপরে তাকে নিয়ে মোজাম্মেল হক ঢাকা চলে যান। সেখানে হুজুর ডেকে এনে বিয়েও করেন। তারপরে একটি গার্মেন্টে চাকুরী নেন ওই নারী। সেখানে মোজাম্মেল হকও নিয়মিত আসা-যাওয়া করেন। ২০১৯সালের ১৩ আগস্ট পুত্র সন্তানের জন্ম হয় বনশ্রী ফরাজি হাসপাতালে। হাসপাতাল থেকে মোজাম্মেল আমাকে এবং সন্তান সাইমুনকে বাসায় রেখে যান।
এরপরে আর কোন খোঁজ-খবর নেননি। ২০২০সালের ২৮ মে তারিখে স্বামীর বাড়িতে গেলে মোজাম্মেল তাকে বাড়িতে উঠতে দেয়নি। স্ত্রী আর সন্তানের বিষয়টি অস্বীকার করেন। বিয়ের কাগজপত্র না থাকায় সন্তানের পরিচয়ও স্বীকার করেননি। এ ঘটনায় ওই ভিকটিম বাদী হয়ে গৌরীপুর থানা মামলা দায়ের করেন।
খোদাবক্সপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র মোঃ শহীদ মিয়া, তাহের উদ্দিনের পুত্র মোঃ জুলহাস মিয়া, রিয়াজ উদ্দিনের পুত্র মোঃ আবুল কাসেম জানান, প্রেম করে বিয়ে, সন্তান বিষয়ে নিষ্পত্তি করতে চেয়ে ছিলেন, ছেলে পক্ষের অনিহার কারণে সম্ভব হয়নি।