শাহ্ আলম ভূঁইয়া, নান্দাইল আঞ্চলিক অফিস:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরকামটখালী গ্রামের এক হতদরিদ্র দম্পতি তাদের শিশু সন্তান চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মারুফা আক্তারের অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে যেন অকূলপাথারে পড়েন। আত্মীয়-স্বজনেরাও গরিব। এ অবস্থায় শিশু সন্তানের চিকিৎসা কিভাবে হবে, তা নিয়ে ভেবে দিশেহারা হয়ে পড়েন অসহায় মা-বাবা।
এমন পরিস্থিতিতে মারুফার চিকিৎসায় এগিয়ে আসেন একই গ্রামের সৌদি প্রবাসী মো. বাবুল মিয়া। তিনি মারুফার মুখের টিউমার অপারেশ করার জন্য (মিউজিফেসিয়াল সার্জারি) দেড় লাখ টাকা অনুদান দেন।
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সকালে প্রবাসী বাবুুলের পক্ষে তার পিতা মোঃ গিয়াস উদ্দিন মারুফার হতদরিদ্র বাবা আব্দুল মতিনের হাতে দেড় লাখ টাকা তুলে দেন।
প্রবাসী বাবুলের স্ত্রী সাথী বলেন, শিশু শিক্ষার্থী মারুফা যেন সুস্থ হয়ে আবার বিদ্যালয়ে যেতে পারে তাই আমার স্বামী দেড় লাখ টাকা সাহায্য করছেন। স্বামীর চিকিৎসা সহায়তায় আমরা সকলেই খুশি।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় বেতাগৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন সরকার, মোঃ গোলাম মোস্তফা, আসাদুজ্জামান রতন, হাজ্জাজ বিন রনি,আব্দুস সাকুর উজ্জ্বল, রোকন উদ্দিন, শরিফুল ইসলাম সিটন, ফয়সাল প্রমুখ।
বর্তমানে মারুফা ঢাকার নিউ লাইফ হাসপাতালে ডাঃ আসাদুজ্জামান উজ্জ্বলের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। মারুফার পিতা জানান, মেয়ের চিকিৎসার জন্য তিন লাখ টাকা প্রয়োজন।