ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ নারীসহ আহত ৫

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশালের কানিহারী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধে গত ১৬ ডিসেম্বর দুইপক্ষের মধ্যে সংঘর্ষ, বসতবাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন ৫ জন।

জানা গেছে, তিন শতাংশ বিক্রির ঘটনাকে কেন্দ্র করে গত ১৬ ডিসেম্বর বিকেলে উপজেলার কানিহারী ইউনিয়নের কুষ্টিয়া ২য়খন্ড গ্রামের ইয়াকুব আলী ও আবদুল মতিনের পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধে।

দুইপক্ষের সংঘর্ষের এক পর্যায়ে ইয়াকুব আলী বসতঘরে মিলন, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম ও শরীফসহ ৮/৯ জন হামলা চালিয়ে ঘরের বেড়া, মোটর সাইকেল ও ফ্রিজসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে।

সংঘর্ষে গুরুতর আহত হন সত্তুরোর্ধ্ব ইয়াকুব আলী ও তার স্ত্রী মরিয়ম বেগম, প্রতিপক্ষের আবদুল মতিন, ইউসুফ আলী ও শফিকুল ইসলাম। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

তাদেরমধ্যে ইয়াকুব আলী, মরিয়ম বেগম, আবদুল মতিন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। বসতবাড়িতে হামলা, মারধর ও ভাংচুরের ঘটনায় পরদিন (১৭ ডিসেম্বর) ইয়াকুব আলীর ছেলে লোকমান হোসেন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেন।

লোকমান হোসেন জানান, জমির বিরোধে অতর্কিত আমাদের বসতঘরে মিলন, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম ও শরীফসহ ৮/৯ জন হামলা চালিয়ে ঘরের বেড়া, মোটর সাইকেল ও ফ্রিজসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। তাদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন আমার বাবা ইয়াকুব আলী ও মা মরিয়ম বেগম। মামলা করার পর প্রতিপক্ষের হুমকির কারনে বাড়িতে যেতে পারছি না।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশিকুল হাসান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও দুইপক্ষের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন।