জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার, নকলা :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শেরপুরের নকলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ জানুয়ারি রবিবার সন্ধ্যায় আওয়ামীলীগ নকলা উপজেলা শাখার আয়োজনে পৌর এলাকার গড়েরগাঁও মোড় বঙ্গবন্ধু চত্ত্বরে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক উরফা ইউপি চেয়ারম্যান রেজাউল হক হীরার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
সভায় স্বাধীন বাংলাদেশের রূপকার, মুক্তিকামী মানুষের নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধুর বর্ণিল রাজনৈতিক জীবন ও স্বাধীণতার যুদ্ধে তার অবদান নিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটন, সহসভাপতি ফেরদৌস রহমান জুয়েল, সহসভাপতি চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নকলা ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান সোজা, মহিলা বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা উম্মে কুলছুম রেনু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বানেশ্বর্দী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাজাহারুল আনোয়ার মহব্বত, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বাবু ইন্দ্রজিৎ কুমার ধর সুভাস, অন্যতম সদস্য গৌড়দ্বার ইউপি চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট মাহবুবুল আলম সোহাগ, বঙ্গব্ন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বিদ্যুৎ, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ।
ওই সময় উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের সকলস্তরের নেতাকর্মী, সাধারণ জনগণ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ নকলা পৌরসভার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটনকে ভোট দেওয়ার জন্য পৌরসভার ভোটারদেরকে আহবান জানান।