গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার আসন্ন নির্বাচনে সোমবার (১১ জানুয়ারি/২০২১) উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়। প্
রতীক বরাদ্দ দেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা ও গৌরীপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ আবদুর রহিম, ইউএনও হাসান মারুফ, উপজেলা নির্বাচন অফিসার সজল চন্দ্র সরকার। মেয়র পদে ৭জন, সংরক্ষিত আসনে ১৪ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩য় ধাপে এ পৌরসভার নির্বাচনে ৩০ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে।
মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক মেয়র শফিকুল ইসলাম হবি (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা (ধানের শীষ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি মনোনীত প্রার্থী আবু সাঈদ মোঃ ফারুকুজ্জামান (কুঁড়েঘর)।
বিগত নির্বাচনে নৌকা নিয়ে বিজয়ী হলেও বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এবার পেয়েছেন নারিকেল গাছ, যুবলীগ কর্মী গৌরীপুর পৌরসভার বর্তমান কাউন্সিলর মোঃ আব্দুল কাদির (মোবাইল ফোন), পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু কাউছার চৌধুরী রন্টি (চামচ), সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র’র স্ত্রী তাহরিমা আক্তার চুমকী পেয়েছেন জগ প্রতীক। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রোববার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শোয়েব মুনশী শুধুমাত্র প্রার্থীতা প্রত্যাহার করেন।
এদিকে সংরক্ষিত কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে দিলুয়ারা আক্তার (চশমা), তানজিনা হাবিবা (আনারস), মোছাঃ কবিতা আক্তার (জবাফুল),
২নং ওয়ার্ডে মোছাঃ রোজিনা আক্তার চৌধুরী (অটোরিক্সা), মোছাঃ শামীমা সুলতানা (আনারস), মোছাঃ শিউলী চৌধুরী (চশমা), জোহারা বেগম (মেট্টোরেল), মোছাঃ সেলিনা খাতুন (জবা ফুল),
৩নং ওয়ার্ডে জেসমিন আক্তার (চশমা), মোছাঃ জহুরা আক্তার (টেলিফোন), মোছাঃ মনোয়ারা বেগম (আংটি), সালেহা আক্তার (জবা ফুল), জয়ন্তী রানী দাস (অটোরিক্সা), জ্যোতি রানী সরকার (আনারস) প্রতীক পান।
অপরদিকে সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আব্দুর রউফ মোস্তাকিম (উটপাখি), মোঃ নাহিদ পারভেজ (পাঞ্জাবি), দেওয়ান মাসুদুর রহমান খান সুজন (পানির বোতল), মোঃ মোজাম্মেল হোসেন (ডালিম), প্রদীপ বাগচী (গাজর), বিপুল কুমার চন্দ (টেবিল ল্যাম্প),
২নং ওয়ার্ডে মো. মোস্তফা কামাল (টেবিল ল্যাম্প), মো. দেলোয়ার হোসেন (ডালিম), মো. মতিউর রহমান (উটপাখি),
৩ নং ওয়ার্ডে শাহ আরমান কবীর (উটপাথি), মো. মাসুদ মিয়া রতন (পানির বোতল), মো. তারিফ উদ্দিন আকন্দ (পাঞ্জাবি) প্রতীক পেয়েছেন।
এদিকে কাউন্সিলর প্রার্থী ৪ নং ওয়ার্ডে মো. আশরাফুল ইসলাম খান (উটপাখি), মো. নুরুল ইসলাম (ডালিম), মো. যোবায়ের সোহান (পানির বোতল), মো. গোলাম আলিমেল হাকিম মুন্সী (পাঞ্জাবী),
৫ নং ওয়ার্ডে জিয়াউর রহমান জিয়া (ব্ল্যাক বোর্ড), মো. সাজ্জাদুর রহমান (টেবিল ল্যাম্প), মো. জাইদুল ইসলাম (উটপাখি), মো. আবুল হোসেন (পানির বোতল), মো. শহিদুল ইসলাম শহিদ (পাঞ্জাবি),
৬ নং ওয়ার্ডে মো. মোখলেছ (ব্ল্যাক বোর্ড), জাহাঙ্গীর আলম (পানির বোতল), মো. এমরান (উটপাখি), মো. আনোয়ার হোসেন মীর (পাঞ্জাবি), মুহাম্মদ শাহ আলমগীর কবীর (ডালিম) প্রতীক বরাদ্দ পান।
অপরদিকে ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আজিজুল ইসলাম (ডালিম), মো. এমদাদুল হক (উটপাখি), মো. আবু সুফিয়ান (ব্রিজ), মো. নাজিম উদ্দিন (পাঞ্জাবি), মো. রফিকুল ইসলাম (পানির বোতল),
৮ নং ওয়ার্ডে আল সানিয়ান সানি (পাঞ্জাবি), মো. আনোয়ারুল ইসলাম খান (পানির বোতল), মো. আব্দুর বারেক (উটপাখি), কাজী গোলাম মোস্তফা (ব্ল্যাকবোর্ড), মো. সাইফুল ইসলাম (ডালিম), মো. সাদেকুর রহমান সাদেক (টেবিল ল্যাম্প),
৯ নং ওয়ার্ডে মো. লাল মিয়া (পানির বোতল), এস এম আলী আহাম্মদ (ডালিম), মোহাম্মদ আরিফুল ইসলাম ভূইয়া (উটপাখি), রবিকুল (টেবিল ল্যাম্প) ও মোঃ রিপন মিয়া (পাঞ্জাবি)।